শহিদুল ইসলামঃ “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০:৩০ ঘটিকায় নাগরপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জাতীয় ভোটার দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কমিশনার আরশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ওয়াহিদুজ্জামান এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ভোটারবৃন্দ। ভোটার নিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।