নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাজার মনিটরিং, জনদুর্ভোগ ও যানজট নিরসন, ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বিরাজ রাখা, মাদক নির্মূল সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করা হয় এবং জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান সরকার, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন সহ অন্যান্য ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ ও কর্মকর্তা বৃন্দ।