নাগরপুরে আব্দুস সালাম পিন্টুর মুক্তি লাভ ও শ্রমিক দলের নবগঠিত কমিটি অনুমোদনে আনন্দ র‍্যালী

0
29

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাগরপুর উপজেলা শাখার নবগঠিত কমিটি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান সাবেক এমপি ও মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তি লাভ ও শ্রমিক দলের নবগঠিত কমিটি অনুমোদন উপলক্ষে আনন্দ র‍্যালী নাগরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) আবু সাঈদ মিয়া ও সাধারণ  সম্পাদক মনিরুল হক ভিপি মনি এর স্বাক্ষরিত দলীয় প্যাডে আরিফুল ইসলাম নবা কে সভাপতি ও গোলাম মওলা মোস্তফা কে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দিয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে, জেলা শ্রমিক দল।

দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এর মুক্তিত ও নবগঠিত কমিটির অনুমোদন উপলক্ষে এ আনন্দ র‍্যালি হয়েছে। বৃহস্পতিবার সকালে (২৬ ডিসেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দল নাগরপুর উপজেলা শাখা আয়োজিত আনন্দ মিছিলটি নাগরপুর মহিলা কলেজ গেইট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলার বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ রবিউল আওয়াল লাভলু।এছাড়া উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস সাবেক (বি আর ডিবি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল কবীর রতন, নাগরপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিজ উদ্দিন, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও নাগরপুর উপজেলা  যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, নাগরপুর সরকারি কলেজে সাবেক ভিপি ও শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম (নবা),  শ্রমিক দলের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ওলামা দলের সভাপতি মোঃআবু বকর সিদ্দিক, নাগরপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, নাগরপুর সরকারী কলেজের সাবেক জিএস ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, মাহবুব, মানিক, সামছুল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here