কালের বার্তা ২৪ ডেস্কঃ দেশজুড়ে চলছে তীব্র গরম। প্রচণ্ড রোদ আর উত্তাপের এই সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ির টবে রোপণ করা ফুলের গাছগুলো। একটু অবহেলায়ই শুকিয়ে যেতে পারে আপনার সাজানো ফুলের বাগান।তাই এই গরমে টবের গাছ ও ফুলের বিশেষ যত্ন নেওয়া জরুরি।
আসুন জেনে নেই কিছু সহজ উপায় টবের ফুলের যত্ন নেওয়ার নিয়মঃ
পর্যাপ্ত পানি দিন
তীব্র গরমে টবের গাছ দ্রুত শুকিয়ে যায়। তাই দিনে অন্তত ২ বার পানি দিতে হবে — সকাল ও বিকেলে। তবে রোদে গাছের গায়ে সরাসরি পানি না দিয়ে শিকড়ের দিকে পানি দিতে হবে।
ছায়াযুক্ত জায়গায় রাখুন
যেসব গাছ বেশি রোদ সহ্য করতে পারে না, সেগুলো ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। যেমন — বারান্দা, ছাদের কোণ, বড় গাছের ছায়া ইত্যাদি।মাটি আলগা করে দিন টবের মাটি মাঝে মাঝে নরম করে দিন। এতে পানি সহজে ঢুকবে এবং শিকড় শ্বাস নিতে পারবে।
জৈব সার ব্যবহার করুন
মাটিতে জৈব সার বা তরল সার ব্যবহার করলে গাছ আরও সতেজ থাকবে। গরমে গাছ দুর্বল হয়ে পড়ে, তাই সার প্রয়োগ করতে ভুলবেন না।
শুকনো পাতা পরিষ্কার করুন
গাছের শুকনো পাতা ও ময়লা নিয়মিত পরিষ্কার করুন। এতে গাছের সৌন্দর্য বাড়বে এবং রোগবালাই কমবে।
এই নিয়মগুলো মানলে তীব্র গরমেও আপনার টবের ফুল সতেজ ও প্রাণবন্ত থাকবে।
প্রতিবেদকঃ কালের বার্তা ২৪
www.kalerbarta24.com